
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, গত ২৭, ২৮, ৩০ এবং ৩১ মে ২০২০ তারিখে বিআইপিডি ও ধ্রুবসত্য (ভারত)-এর যৌথ উদ্যোগে অনলাইনের প্রশিক্ষণ ও অনুশীলন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে । যেখানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) সদস্য ড. এম. মোশাররফ হোসেন সহ উর্ধ্বতন ১০ জন কর্ম কর্তকর্তা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাঁরা এই কোর্সটির গুনাগুন, কার্যকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে উচ্ছসিত প্রশংসা করেন। প্রশিক্ষণ ও অনুশীলন প্রোগ্রামটি সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ হবে বলে তাঁরা মনে করেন ।
প্রোগ্রামে উপস্থিত ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাগণের উৎসাহ এবং আগ্রহের প্রেক্ষিতে আগামী ০৫, ০৭, ০৮ এবং ০৯ জুলাই, ২০২০ এর নিম্নলিখিত চারটি অনলাইন কোর্স অনুষ্ঠিত হবে এবং কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে ।
Sl. |
Course Name |
Date |
Course fee per person in BDT. |
|
1 |
Awaken Your Giant Within |
05 July, 2020 |
For 1 course |
Tk. 1,500/- |
2 |
Becoming a Sales Superstar. |
07 July, 2020 |
For 2 courses |
Tk. 2,500/- |
3 |
How to Start Afresh |
08 July, 2020 |
For 3 courses |
Tk. 3,500/- |
4 |
How to make your business in times of Corona |
09 July, 2020 |
For 4 courses |
Tk. 4,000/- |
উক্ত কোর্সসমূহে আপনার সদয় অংশগ্রহণ এবং আপনার প্রতিষ্ঠান হতে যথোপযুক্ত কর্মকর্তা কর্মচারীদের মনোনিত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ।
উল্লেখ্য যে, আপনার প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য পৃথকভাবেও কোর্সগুলো সম্পাদন করা যেতে পারে ।
Download Brochure (click here…)
For Online Registration: