আপনি কি বীমা পেশায় নিয়োজিত? করোনা ভাইরাসের কারণে বর্তমান স্থবির পরিস্থিতিতে বীমা সংক্রান্ত আপনার যে কোন ধরনের প্রশ্নের উত্তর ও পরামর্শ প্রদানের জন্য BIPD আছে আপনার পাশে। আপনি যে প্রতিষ্ঠানেই কর্মরত থাকুন না কেন, আপনার প্রয়োজনে প্রশ্ন করুন আমাদের ফেইসবুক পেইজে www.facebook.com/bipd2015 । আপনার মূল্যবান প্রশ্নের উত্তর দিবেন বিআইপিডির সম্মানিত প্রশিক্ষক ও বিশেষজ্ঞগণ । সবাই ঘরে থাকুন, সাবধানে থাকুন এবং বিআইপিডির সাথেই থাকুন।